ফুটবল স্টেডিয়ামের গ্যালারিতে দারুণ এক খবর দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাপোলির মাঠে সেরি আর ফুটবল ম্যাচে উষ্ণ অভ্যর্থনার জন্য স্বাগতিক সমর্🍌থকদের প্রতি ধন্যবাদ জানিয়েছে কোমো। আর ফিরতি লেগে তাদের মাঠে গেলে নাপোলির প্রত্যেক সমর্থককে বিনামূল꧙্যে বিয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি।
নেপলসেꦍ গত শুক্রবারের ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় ২১ বছর পর সেরি আয় ফেরা কোমো দলটি। লিগে প্রথম সাত ম্যাচে এটা ছিল তাদের তৃতীয় হার।
যদিও নেপলসের আব💙হ বেশ উপভোগ করেছে সেস ফাব্রেগাসের দল। নাপোলির সমর্থকরা যেভাবে তাদের বরণ করে নিয়েছে, তাতে খুব খুশি কোমোর খেলোয়ꩵাড় ও কর্মকর্তারা।
তাই কৃতজ্ঞতাস্বরূপ আগামী ফেব্রুয়ারিতে ফিরতি লেগে🍬 তাদের মাঠে গেলে নাপোলির সমর্থকদের বিনামূল্যে বিয়ার 🎃দেওয়ার কথা সোমবার সামাজিক মাধ্যমে জানিয়েছে ক্লাবটি।
৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতালির সেরি আর শীর্ষে আছে নাপোলি। ৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে কোমো। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান, ১৩ পয়েন্ট পেয়ে যৌথভাবে চতুর্থ স্থানে জুভেন্টাস, ল্যাজিও ও উদিনেস। এসি মিলান ও তুরিনো সমান ১১ পয়েন্ট পেয়ে যৌথভাবে ষষ𓄧্ঠ স্থানে রয়েছে।