লিও🎐নেল মেসি সচরাচর মাঠে উগ্রতা দেখান না। তাকে বেশ ভদ্র খেলোয়াড় হিসেবেই আম𝓰রা দেখতে অভ্যস্ত। তার খেলোয়াড়ি জীবনে জাতীয় কিংবা ক্লাব দলে কঠিন ফাউলের শিকার হলেও তাকে কখনো মেজাজ হারাতে দেখা যায়নি। এবার তার বাজে মেজাজ দেখল সবাই।
শুক্রবার ভোরে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-২ গোলে হারা ম্যাচের ৩৩ মিনিটের সময় ঘটনার সূত্রপাত। তখন প্যারাগুয়ের ওমার আলদেরেতে ফাউল করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এর চার মিনিট পরই ওমার ফের ফাউল করেন। এই ফাউলের শিকার হন মেসি। তবে এবার আর রেফারি তাকে হলুদ কারꦺ্ড দেখাননি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তিনি রেফারিকে গালমন্দ করেন এবং বলেন, ‘আপনি একজন কাপুরুষ, আমি আপনাকে পছন্দ করি না।’
মেসির এই আচরণের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যাইহোক, মেসির দল হারলেও পয়েন্ট তালিকায় তারা রয়েছে শীর্ষে। তাদের সংগৃহ ২২ পয়💟েন্ট। কলাম্বিয়া ১৯ পয়েন্ট 🤪নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে।