• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এফএ কাপ

গানারদের হটিয়ে চতুর্থ রাউন্ডে ম্যানইউ, জয়ের নায়ক তুর্কি গোলকিপার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০২:৪১ পিএম
গানারদের হটিয়ে চতুর্থ রাউন্ডে ম্যানইউ, জয়ের নায়ক তুর্কি গোলকিপার
গোল বাঁচিয়ে উল্লাস গোলকিপার আলতায় বাইনদি। ছবি : সংগৃহীত

২৬ বছর বয়স🧸ী তুরস্কের গোলকিপার আলতায় বাইনদির বীরত্বেই রোববার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের বিপক্ষে অবি🌄শ্বাস্য জয় পেয়েছে চলতি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে বাজে অবস্থায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দল।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম বাইনদির কৃতিত্বপূর্ণ খে🌃লা দেখে বলেন, ‘সে আমাদের ♕সত্যিকারের বীর।’

আর্সেনালের ঘরের মা🐼ঠ এমিরেটস স্টেডিয়াম থেꦓকে জয় ছিনিয়ে নিয়েছে ম্যানইউ। খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। এরপর পেনাল্টি শ্যুটআউটে স্বাগতিক গানারদেরকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানইউ।

দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যানইউ। এ💧ই পর্বে লেস্টার সিটির মুখো🔯মুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় হয়ে গেছে আর্সেনালের।

টাইব্রেকারে প্র🐼থম দুটি শ্যুটে গোল করে ম্যানউই। কিন্তু আর্সেনালের দ্বিতীয় শ্যুট মিস করেন কাই হ্যাভেরটজ। জার্মান তারকার শ্যুট অবিশ্বাস্যভাবে রুখে দেন বাইনদির। পরবর্তীতে সবগুলো শ্যুটেই স✅ফল হয় ম্যানইউ। রেড ডেভিলদের পক্ষে জয়সূচক গোলটি করেন জসুয়া জির্কজি।

খেলার মূল সময়ের ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১-০ তে এগিয়ে যায় ম্ไযানইউ। ৬১ মিনিটে আর্সেনাল তারকা মিকেল মেরিনোকে বেপরোয়া ট্যাকল দিয়ে দ্বিতীয় হলুদ কাড (লাল কার্ড) দেখেন দিয়াগো দালত। এতে ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

প্রতিপক্ষে দলে একজন কম খেলার সুযোগ নিয়ে 🎃২ মিনিট পরই ১-১ সমতায় ফেরে আর্সেনাল। গোল করেন গাব্রিয়েল মাগালহেস।

৬৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় আর্সেনাল। ডি-বক্সের ভেতর ম্যানইউর হ্যারি ম্যাগুয়ের সঙ্গে আর্সেনালের হ্যাভেরটজের হালকা সংঘর্ষ হলেই ফাউলের𒅌 সিদ্ধান্ত দেন রেফারি। এ ঘটনায় তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ম্যাগুয়ের, হ্যাভেরটস ও গাব্রিয়াল মাগালহেস।

ঝামেলা মিটমাট হয়ে গেলে স্পক-কিক নেন হ্যাভেরটজ। কিন্তু তুর্কি গোলরক্ষক বাইনদিরকে পরাস্ত করতে পারেননি জার্মান মিডফি🀅ল্ডার। দুর্দান্ত সেভ দেন বাইনদির। এতে ম্যাচে সমতা ধরে রাখতে পারে ম্যানইউ।

বাইনদির যদি পেনাল্টি সেভ করতে না পারতেন, তাহলে হয়তো ম্য♛াচ টাইব্রেকারে গড়াতে না। জয়ও পাওয়া হতো না ম্যানইউ। অর্থাৎ এক ম্যাচে দুটি পেনাಞল্টি সেভ দিয়ে দল অবিশ্বাস্য এক জয়ই উপহার দিয়েছেন বাইনদির।

Link copied!