• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৫২ ম্যাচ পর ঘরের মাঠে প্রথম হার ম্যানসিটির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১০:১৭ এএম
৫২ ম্যাচ পর ঘরের মাঠে প্রথম হার ম্যানসিটির
হতাশ আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লজ্জা♈জনক ভাবে হারলো ইংল্যান্ডের তারকাসমৃদ্ধ দল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে টটেনহাম ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে📖 তাদের বিপক্ষে। 

৫২ ম্যাচের পর ঘরের মাঠে প্রথম হার দেখলো সিটিজেনরা। ম্যানসিটি কখনো টানা ৫ ম্যাচে হারেনি। এবার এটা নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ম্যাচে হারলো তারা। আর পেপ গার্দিওলার ক্যারিয়ারেও এ♌মন লজ্জার হার এরআগে দেখেননি তিনি। 

নরওয়ের গোলমেশিন বলে পরিচিত আর্লিং হালান্ডও ছিলেন প🌳ুরো নিস্ক্রিয়। 

সবমিলে সিটির জন্য একটি হতাশার রাত গেল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক ম্যাচে।&nbs♏p;

টটেনহাম প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাডিসনই ২টি গোল করেন ম্যাচের প্রথমার্ধে। আর পেড্রো ও জনসন একটি করে গোল করেন ম্য༒াচের দ্বিতীয়ার্ধে। বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেইনের সাবেক দলটি।  

Link copied!