নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে অনেক দায়িত্ব।ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দুই ওপেনার সৌম্য সরকার এবং🐟 তানজিদ হাসান তামিমের ব্যাটে ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ। এরপর ৫৮ রানের মধ্যেই শেষ ৩ উইকেট। ৭২ রানের মাথায় বিদায় নেন চতুর্থ ব্যাটার।
দ্রুততম সময়ের মধ্যে চার উইকেট হারানোর কারণে অনেক বেশি চাপে পড়ে যাওয়ার ফলে পুরোপুরি দায়িত্ব চাপে অধিনায়ক মিরাজ এবং অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। চাপ সামল🌌ানোর চেষ্টা ভালোই করেছেন এই দুই ব𓆏্যাটার। তাদের হাফ সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে ওঠেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করে।
ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে ম্যাচটা ‘ফাইনাল’। যার🎀া জিতবে সিরিজ তাদের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৯২ রানে আফগানিস্তান জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে 🎀৬৮ রানে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিরাজ।
দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিটা বেশ ভালোই করলেন। ৮.৩ ওভার পর্যন্ত খেলে স্কোরবোর্ডে যোগ করলেন ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে আউট হলেন সৌম্য। জ🐓াকির হাসান༒ ৪ রান করে আউট হন। তানজিদ হাসান তামিমক ২৯ বলে খেলেন ১৯ রানের ইনিংস। এরপর উইকেট হারালেন তাওহিদ হৃদয় মাত্র ৭ রান করে।
১৪৫ রানের জুটি গড়েন মিরাজ ও মাহ♑মুদউল্লাহ। দলীয় ২১৭ রানের সময় মিরাজ ফিরে যান ৪টি ♏চারে ৬৬ রান করে। জাকের আলি ১ রানে আউট হন।
মাহ𒀰মুদউল্লাহ ৯৮ বলে 🌳৭টি চার ও ৩টি ছক্কায় ৯৮ রান করেন।
আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাꦕ🎀ই ৪টি, মোহাম্মাদ নবি ও রশিদ খান ১টি করে উইকেট লাভ করেন।