• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৪৬২ দিন পর হারের মুখ দেখলো লেভারকুসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০১:৫২ পিএম
৪৬২ দিন পর হারের মুখ দেখলো লেভারকুসেন
হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন লেভারকুসেনের খেলোয়াড়রা। । ছবি : সংগৃহীত

গতবারের ফুটবল মৌসুমে বায়ার লেভারকুসেন একবারের জন্যও হারেনি। হয় জয় পেয়েছে, না হয় ড্র করেছে। বহুবার শেষ মুহূর্তের গোলে🌌 নিজ𓆉েদের অপরাজিত রেখেছিল জাবি অ্যালোনসোর শিষ্যরা। সেই লেভারকুসেনই নতুন মৌসুমে এসে হারলো শেষ মুহূর্তের গোলে।

শনিবার রাতে ঘরের মাঠে এভাবেই হেরে গেছে লেভারকুসেন। এতে থেমে꧋ গেছে ‘ব্লাক এন্ড রেড’দের ৪৬২ দিনের অপরাজেয় যা🍬ত্রা।

জার্মান বুন্দেসলিগার ২০২২-২৩ মৌসুমের সর্বশেষ দিনে হের෴েছিল লেভারকুসেন। এরপর গেল মৌসুমে (২০২৩-২০২৪) একটি ম্যাচও হারেনি তারা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে বুন্দেসলিগায় রেকর্ড করেছিল অ্যালোনসোর শিষ্যরা।

কিন্তু শনিবার চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে লেভারকুসেন। শেষ মুহূর্তে গোল হজম করে লাইফজিগের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে তারা। যদিও জয় দিয়েই নতুন মৌসুম শুরুꦕ করেছিল ‘ব্লাক এন্ড রেড’রা।

এইদিন শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লেভারকুসেন। ৩৮ মিনিটে প্রথম লিড নেয় তারা। গোল করেন জেরেমি ফ্রিমপং। ৪৫ মিনিটে গোল করে🏅 ব্যবধান দ্বিগুণ করেন আলেজান্দ্রো গ্রিমালদো।

প্রথমা🐎র্ধের ইনজুরি সময়ে (৪৫+৭) একটি গোল শোধ করে দেয় লাইফজিগ। গোল করেন কেভিন কাম্পল। ৫৭ মিনিটে লুইস ওপেন্দার গোলে স൲মতায় ফেরে লাইফজিগ।

৮০ মিনিটে ওপেন্দার দ্বিতীয় গোলে ৩-২ ব্🍰যবধানে এগিয়ে যায় লাইফজিগ। এই ব্যবধান আর গত মৌসুমের মতো কমাতে পারেনি লেভারকুসেন। অবশেষে অতিথি দলকে ৩-২ ব্যবধানে হারালো লাই♍ফজিগ।

এ নিয়ে টানা ১৩তম ম্যাচে অপরাজিত লাইফজিগ।

Link copied!