যেন কুশল মেন্ডিসের সিরিজ। বৃষ্টিতে মঙ্গলব൩ারের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাঝপথে এসে পরিত্যক্ত হয়। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে টসে জিতে ব্♍যাট করতে নেমে ২১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১১২ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি।
কিউই দলের ꦦইনিংসে উইল ইয়ং ৫৬ ও নিকোলাস ৪🗹৬ রান করেন।
প্রথম দুই ম্যাচে জয়লাভ করায় লঙ্কানরা ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। 🍸
ঐ দুই ম্যাচে কুশল ১৪৩ এবং অপরাজিত ৭৪ রান করে সিরিজসেরা হ☂য়েছেন।
টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে সাবেক♑ বিশ𒈔্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ঠিকই নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য লাভ করলো।
তিন ম্যাচের সিরিজে রোববার রাতে পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জয়লাভ করে স্বাগতিকরা। এরআগে﷽,সফরকারী নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ৪৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা।
তারও আগে, দু’দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে। আর দ্বিতীয় ও🌠ꦐ শেষ ম্যাচে নিউজিল্যান ৫ রানে জয়লাভ করে।