চট্টগ্রাম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সেরꦍ মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং ফিল্ডিং করবে খুলনা।
চলতি আসরে চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে খুলনা। অন্যদিকে একটি ম্যাচ বেশি খেল👍া চট্টগ্রামমের জয় একটি বেশি।
চট্টগ্রাম একাদশ: শুভাগ🅺ত হোম (অཧধিনায়ক), আফিফ হোসেন, ম্যাক্স`ও ডাউড, উসমান খান, খাজা নাফি, ফরহাদ রেজা, নিহাদুজ্জামান, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, দারউইস রাসুলি।
খুলনা একাদশ: ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল খান, মুনিম শাহরিয়ার, আজম খান, মোহাম্মদ সা𓂃ইফউদ্দিন, না🥀হিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, পল ভ্যান ম্যাকেরন ও মাহমুদুল হাসান জয়।