• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুনে টেস্টে যত লজ্জার রেকর্ড হলো ভারতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৫:৫৪ পিএম
পুনে টেস্টে যত লজ্জার রেকর্ড হলো ভারতের
হতাশ ভারতের অধিনায়ক রোহিত শর্মা । ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে এমন এক দিন দেখল ভারত। ক্রিকেট বিশ্বের ঘরের মাঠে সবচেয়ে দাপুটে টেস্ট দলের ইতি ঘটল পুনে স্টেডিয়ামে। রবীন্দ্র জাদেজা ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো নিউজিল্যান্ডের টিম সাউদির হাতে। তাতেই ক্রিকেট বিশ্ব দেখল বিরল এক দিনের। ঘরের মাঠে অবশ🍰েষে সাদা পোশাকের খেলায় সিরিজ হারল ভারত। এই হারে বেশ কিছু লজ্জার রেকর্ড গড়েছে ভারত।

*ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ হার: ভারতের টেস্ট দলের জন্য এমন কিছু খুব বিরল বলা চলে। ২০০০ সালের পর থেকে বিগত ২৪ বছরে মাত্র চতুর্থবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল দলটা। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৪ সালে অস্ট্রেলিয়া, ২০১২ সালে ইংল্যান্ডের পর ২০২৪ সালে এ✨সে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে রোহিত শর্মাদের।

*ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে 🍌সর্বোচ্চ হার (চলতি শতাব্দী): রোহিত শর্মা ১🅠৫ ম্যাচে ৪ হার, সৌরভ গাঙ্গুলি ২১ টেস্টে ৩ হার,   মহেন্দ্র সিং ধোনি ৩০ ম্যাচে ৩ হার।

*অধিনায়কদের মধ্যে ভারতের হয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি হার (হোম ম্যাচ): মানসুর আলী পাতৌদি - ২৭ ম্যাচে ৯ হার,    রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার,  কপিল দেব - ২০ ম্যাচে ৪ হার,  মোহাম্মদ আজহার🌳উদ্দিন - ২০ ম্যাচে ৪ হার।  

*ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হার: এই হারের পর গেল দেড় বছরের হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারও দেখে ফেলেছে ভা☂রত। পাকিস্তান๊, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ৩ হার ছাপিয়ে এখন বাংলাদেশের সমান ৪ টেস্টে হার ভারতের।

*এক অঙ্কের ঘরে আউট ভারতীয়: ব্যক্তিগতভাবে রোহিত শর্মাও খুব একটা ভাল অবস্থানে নে✤ই। চলতি বছর টেস্টে ৭ বার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি। এই তালিকায় ভারতীয় দলে তার চেয়ে বেশি আউট হয়েছ🎐েন কেবল দুজন। একজন মোহাম্মদ সিরাজ (৮ বার), অন্যজন জাসপ্রিত বুমরাহ (১০ বার)।

Link copied!