জনপ্রিয় চিত্রনায়িকা💜 শবনম বুবলী। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তার হাতে সিনেমা নেই। এই সুযোগে ছেলে শেহজাꦿদ খান বীরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই নায়িকা।
ঘোরাঘুরির ফাঁকে জানালেন তার প্রিয় খাবারের কথাও। শুক্রবার (২৫ অক্টোবর) বুবলী তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তཧার প্রিয় সব খাবারের নাম জানান দেন।
বুবলী বললেন, ‘খাবারের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করি। তবে এক্সপেরিমেন্টাল খাবারের চেয়ে বাংলাদেশের খাবꦚার আমার বেশি প্রিয়। এর মধ্যে ভাত, ভর্তা সবচেয়ে প্রিয়। অনেক খাই। সামনে আমার ভিডিওতে এসব খাবারও দেখবেন। এমনিতে ডায়েট করলেও ফ্রাইডেতে নো ডায়েট।’
প্রিয় সব খাবারের মধ্যে নিজের সবচেয়ে প্রিয় কোনটি তা–ও জানিয়ে দিলেন বুবলী। বললেন, ‘সাদা ভাত আমার চাই-ই চাই। যত কিছুই খাই না কেন, সাদা ভাত ছাড়তে পারি না। শত ডায়েটেও সাদা ভ🌞াত খেতে হয়ই। আমি ভাত খেতে খুব ভালোবাসি। ম্যাঙ্গো স্টিকি রাইসও বেশ ভালো লাগে। এবং কোকোনাট মিল্ক।
অভিনয়ে যেমন খুঁতখুঁতে, রান্নার ব্যাপারেও বেশ খুঁতখুঁতে এই নায়িকা। ভালোবাসেন নিজ হাতে রান্না করতে। ব্যস্ততার কারণে সব সময় তা সম্ভব হয়ে ওঠে না। তবে একটু অবসর মিললেই ঢুকে যান রান্নাঘরে, তার পছন্দমতো রান্না নিজ হাতে রেঁধে খাওয়ান সবাইকে। বুবলী খেতে ভালোবাসেন। আর এ কারণে খাবারের স্বাদের ব্যাপারেও তিনি বেশ সচেতন। একটু ঝালজাতীয় খাবার তাঁর ব🎐িশেষ পছন্দ। তাঁর হাতে রান্না করা ঝাল গরুর মাংস খেতে ভালোবাসেন কাছের মানুষেরা, এমনটাই জানিয়েছিলেন প্রথম আলোকে।
ঝালঝোলজাতীয় খাবার খেতে ভালোবাসেন বুবলী , তাই তেল ব্যবহারেও খেয়াল রাখেন তিনি। এড়িয়ে চলেন সয়াবিন তেলের ব্যবহার। এর বদলে রান্নায় ব্যবহার করেন জলপাই তেল, না হলে শর্ষের তেল। তাই ঝাল-ঝাল, ঝোল-ঝোল খাবার খেলেও স্বাস্থ্যে তার খুব একটা ক্ষতিকর প্রভাব পড়ে না বলেও জানান এই নায়িকা।
বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় ﷺরয়েছে ‘জঙ্গি’ সিনেমা।
জনপ্রিয় এই অভিনেত্রীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দ🌳িয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে ‘বসগিরি’🦩 চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন।