নিজের ফিটনেসের ব্যাপারে সন্তষ্ট থাকার পরও ফের আরে✅কবার হতাশ হলেন ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মাদ শামি। জাতীয় দলে তার ফেরার অপেক্ষা বাড়ল আরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও নেই অভিজ্ঞ এই পেসার। ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার- ওপেনার আভিমান্যু ইশ্বরন, অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঝে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের জন্য শুক্রবার রাতে ১৮ স🃏দস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
ফিরেছেন পেসার প্রাসিধ কৃষ্ণা। কুঁচকির চোটের কারণে নেই বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব। নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা অক্ষর প্যাটেলও এবারের দলে নেই। অবশ্য শামি এখনও পুরোপুরি ফিট হয়ে উ🌌ঠতে পারেননি।
গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি শামি। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার পথে লম্বা পুনর্বাসন চলছে তার। ওই বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে দারুণ কৃতিত্ব দেখান শামওি।
গত রোববার ভারত-নিউজিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর মূল উইকেটে লম্বা সময় বোলিং অনুশীলন করেন তিনি। পরদিন বলেন, এখন তিনি ‘শতভাগ ব্যথামুক্ত’ অনুভব করছেন। অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট হয়ে উঠতে রাঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চাওয়ার ইচ্ছার কথাও বলেন। তবে আগেই দল ঘোষণা করে দিল⛎ ভারত।
দলে স্প💦িনিং অলরাউন্ডার তিন জন- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
দলে পেস বোলিং🎃 অলরাউন্ডার শুধু নিতিশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে আছেন নিতিশ, হার্শিত ও প্রাসিধ। এবার তারা সুযোগ পেলেন মূল দলে।
পেস বিভাগে জꦫাসপ্রিত বুমরাহর সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ ও হার্শিত।
পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
অস্ট্রেলিয়ায় সবশেষ দুই সফরেই ভ🦂ারত টেস্ট সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
ভারত টেস্ট দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, আভꦗিমান্যু ইশ্বরন, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মাদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ কৃষ্ণা, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজার্ভ: মুকেশ কুমার, নাভদিপ সাইনি, খলিল আহমেদ।