তিলক ভার্মা ও সন্জু স্যামসনের জোড়া সেঞ্চুরিতে শুক্রবার রাতে স্বাগতিক দক্ষি𝔉ণ আফ্রিকার বিপক্ষ💞ে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫ রানের বিশাল জয় পেল ভারত। সেই সঙ্গে ৩-১ ব্যব জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করে ভারত ১ উইকেটে ২৮৩ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৪৮ রানে অলআউট হয়ে যায়।
এই ম্যাচে অনেকগুলো রেকর্ড হয়েছে। এক বছরে সবচে বেশি সেঞ্চুরি: ভারতের সন্জু স্যামসন এক বছরে তিনটি সেঞ্চুরি করেন টি-টোয়েন্টি ক্🧸রিকেটে। এরআগে রোহিত শর্মা, ফিল সল্ট ও মুনরোসহ কয়েকজন বছরে ২টি করে সেঞ্চুরি করেন। ভারতের দ্রুত ২০০ রান: ভারত এর আগে অনেকবারই ২০০ রান করে। তবে এবারের মতো এত কম বলে ২০০ রান এর আগে করেনি ভারত।
তারা ১৪.১ ওভারে ২০০ রান করে। এক ইনিংসে জোড়া সেঞ্চুরি: টি-টোয়েন্টি ক্রিকেটে এরআগে কখনো জোড়া সেঞ্চুরি করেনি ༺কোনো 💜দলের দুই খেলোয়াড়। এবার সন্জু ও তিলক জোড়া সেঞ্চুরি করে নতুব নজির স্থাপন করলেন। এক ম্যাচে দ্বিতীয় জুটিতে সর্বোচ্চ রান: দ্বিতীয় জুটিতে এরআগে নামিবিয়ার ১৯৩ রানের জুটি ছিল রেকর্ড। এবার ভারতের সন্জু ও তিলক দ্বিতীয় জুটিতে করেন ২১০ রান।
এক সিরিজে সর্বাধিক ছক্কা: ভারতের তিলক✅ ভার্মা এই সিরিজে ২০টি এবং সন্জু ১৯টি ছক্কা হাঁকান। ভারতের বিরাট কোহলি এর আগে এক সিরিজে ১৩টি ছক্কা হাঁকিয়ে আগের রেকর্ডটি করেছিলেন। এক ম্যাচে সর্বাধিক ২২ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ভারতের। এবার শেষ ম্যাচে ২৩টি ছক্কা মারেন ভারতীয় ব্যাটাররা। তিল༒ক ১০টি, সন্জু ৯টি এবং অভিষেক শর্মার ৪টি মিলে মোট ২৩টি ছক্কা হয়েছে।