পাকিস্তানের মাটিতে ক্রিকেট ম্যাচ খেলাতে শত চেষ্টাতেও কাজ হচ্ছ🌌ে না। দুই দেশের দর্শকরা চায় জমজমাট লড়াই উপভোগ করতে। পাকিস্তান দল ভারতে গিয়ে খেলতেও রাজি। দুই দেশের অনেক তারকা খেলোয়াড়ও চায় খেলা হোক, দ্বি-পাক্ষিক সিরিজ হোক হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক। কিন্তু ভারতে🐎র মন গলানো সম্ভব হচ্ছে না।
ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলাতে পিসিবির (🀅পাকিস্তান ক্রিকেট বোর্ড) নানা উদ্যোগ কোনো কাছে আসছে না। সর্বশেষ রোহিত শর্মা ও বিরাট কোহলিদের পাকিস্তানে খেলা স্ඣবাভাবিক করে তুলতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তাতেও সায় দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
দ্বি-পাক🌄্ষিক সিরিজ তো নয়ই, এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তান যেতে চায় না ভারতীয়রা। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে এসব তথ্য।
উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। আইসিসির এই বড় আসরও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর জন্য ভেন্যু পরিবর্তন করতে বলছে বিসিসিআই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে চায় ভারত। মানে হলো, ভারতের ম্যাচগুলো পাকিস্তানের 🧸বাইরে অন্য কোনো দেশে আয়োজনের দাবি করছে বিসিসিআই।
বিসিসিআই সূত্রের বরাতে আইএএনএস বলছে, ‘দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান...। এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যꦺও পাকিস্তানে না যেতে পারে। ভেন্যু পরিবর্তন হতে পারে। হাইব্রিড মডেলেও করার সম্ভাবনা আছে।’
বিসিসিআই আরও বলছে, ‘পাকিস্তান ভ্রমণেরไ জন্য 🅠সরকারের কাছ থেকে অনুমতি লাগবে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও তেমন ভালো নয়।’
বিসিসিআই বলেছে, ‘চ্যাম্পি🅰য়ন্স ট্রফি একটি আইসিস꧅ি ইভেন্ট। তাই এটি ভারতের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের নির্দেশ/সবুজ সংকেত ছাড়া কিছুই করার নেই।’
২০১২-১৩ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েছিল ভারত।&🌠nbsp;