‘এবার বিরাট কোহল🍬ির জন্য বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া’ বলে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানায়, শেবাগের বিশ্বাস এবার বিরাট কোহলির জন্য বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। যেমনটা ২০১১ সালে শচীন টেন্ডুলকারের জন্য জিতেছিল বাকিরা। আরেকটি ওয়ানডে বিশ্বকাপে কোহলিকে দেখছেন না শেবাগ। আরেকটি বিশ্বকাপের শিরোপা জেতার এটাই সেরা সুযোগ ব𝓡লে মনে করছেন তিনি।
নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপের আশায় শেবাগ বলেন, “আমরা সেবার টেন্ডুলকারের জন্য বিশ🌺্বকাপ🐻 খেলেছিলাম। ভেবেছিলাম বিশ্বকাপ জিতলে শচীনের জন্য সেটা হবে মহান বিদায়ী উপহার। বিরাট কোহলিও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এখন সবার উচিত তার জন্য বিশ্বকাপ জেতা। কারণ, কোহলি সবসময় মাঠে শতভাগের চেয়ে বেশি দিয়ে থাকে।”
আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দল নিয়ে যা চলবে ১৯ নভে✨ম্বর পর্যন্ত। ভারতের๊ ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।