• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৫:৪৯ পিএম
ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
ছবি: প্রতীকী

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ শনিবার রাতে। লাকি সেভেনেও রহস্য ভেদ করতে না পারা প্রোটিয়ারা অষ্টমবারের চেষ্টায় এবার ক্যারবিয়ান দ্বীপপুঞ্জে রহস্যের জট খুলেছে, উঠেছে ফাইনালে। অ𝐆ন্যদিকে এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত।

আজ শনিবার (২৯ জুন) মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হ🅘চ্ছে ভারত। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে রাত 🐲৮ টা ৩০ মিনিটে।

এবারের আসরে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নিউইয়র্কে। এরপরের অবস্থানেই আছে কেনসিংটন ওভাল। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়𝕴ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। যেখানে তারা ওভারপ্রতি খরচ করেছেন আটেরও কম রান করে।🧔 এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে এখানে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন।

কেনসিংটন ওভালে উইকেট আছে মোট ৮টি। তবে চার নম্বর উইকেটে হবে ফাইনাল ম্যাচটি। তাই দুই পাশেই বাউন্ডারির দূরত্ব প্রায় সমান থাকবে। ফলে ডানহাতি-বাঁহাতি সবার জন্যই সমান সুবিধা থাকছে। এ উইকেটে এবারের আসরে আরও দুটি ম🀅্যাচ🅘 হয়েছিল।

পুরো আসর জুড়েই ভারত তাদের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। তাই ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙার খুব একটা সম্ভাবনা 🅠নেই। অন্যদিকে দক্ষিণ ಌআফ্রিকার একাদশে একটি পরিবর্তন আসতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: রো𓂃হিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস꧒্টান স্টাবস, ওটনিল বার্টম্যান।

Link copied!