দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া দল। দলীয় ২৪ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই অজি ওপ💦েনার। তবে অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্কের জুটির ওপর ভর করে বড় সংগ্রহ পায় প্যাট কাম🌃িন্সের দল। এর ফলে ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য বেধে দিয়েছে অজিরা।
পাহাড়সম রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতꦜে নামে ভারত। দলীয় ৪১ রানের মাথায় বিদায় নেন শুবমান গিল। বোল্যান্ডের বলে ১৮ রান করেই বিদায় নেন এই ওপেনার। এখন পর্যন্ত ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা। শেষ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের জয়ের জন্য দরকার ৩৭৯ রান। ভারতের হাতে আছে ৯টি উইকেট। রোববার টেস্টের পঞ্চম দিন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি মার🌳্নাশ লাবুশেন ও ক্যামেরন গ্রিন। তবে স্টার্ক ও ক্যারির জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অজিরা। স্টার্ক ৪১ রান করে আউট হলেও ক্যারি ৬৬ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা করেন। ভারতের সামনে লক্ষ্য বেধে দেয় ৪৪৪ রানের।
এর আগে টসে হেরে প্রথম ইনিংসে ৪৬♛৯ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রান করতে সবকটি উইকেট হারায় ভারতীয় দল। ১৭৩ রানের লিড নিয়ে ৮ উইকেটে ২৭০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কামিন্সের দল।
ভারতীয় বোলারদের মধ্যে দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মಌদ সিরাজ।