তিলক ভার্মা ও সন্জু স্যামসনের জোড়া সেঞ্চুরিতে শুক্রবার রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ꦗও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫ রানের বিশাল জয় পেল ভারত। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
প্রথমে ব্যাট করে ভারত ১ উইকেট🥃ে ২৮৩ রান করে। তিলক ৪৭ বলে ১০টি ছক্কা ও ৯টি চারে অপরাজিত ১২০ এবং সন্জ🦂ু ৫৬ বলে ৯টি ছক্কা ও ৬টি চারে অপরাজিত ১০৯ রান করেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা ১৪৮ রানে অলআউট 🃏হয়। দলের স্টাবস ৪৩ ও মিলার ৩৬ রান করেন।
ভারতের অর্শ্বদীপ ৩টি এ🍰বং বরুণ চক্রবর্তী ও অক্ষর ২টি করে উইকেট পান। তিলক ম্যাচসেরা💙 হন।
এরআগে, এগিয়ে যাওয়ার লড়াইয়ে সফল হয় ভারত। বুধবার রাতে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১১ রানে জিতে শে🐬ষ হাসি হাসে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ৬১ রানে হཧারায় সফরকারী ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।