বার্সেলোনার পর এবার প্রাক্-মৌসুমের আরেক ম্যাচে জুভেন্টাসের কাছে হার রিয়াল মাꦛদ্রিদের। বৃহস্পতিবার (৩ আগস্ট) ফ্লোরিডা 💫কাপে মুখোমুখি হয়েছিল রিয়াল ও জুভেন্টাস। সেই ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।
পুরো ম্যাচ খেলল গ্যালাকটিকোসরা তবে জয় পেল জুভেন্টাস। 🎶ফ্লোরিডা কাপে বৃহস্পতিবার জুভেন্টাস শিবিরে আক্রমণ๊ের ঝড় বইয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে জুভেন্টাসের গোলমুখে ৩৪টি শট নেয় রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। আর বল দখলেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়ের দেখা পায়নি।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জু𒐪ভেন্টাসকে এগিয়ে দেন মইসে কিন। ২০ মিনিটে আব🎶ারও গোল তাদের। এবার গোল স্কোরার তুরিনের ওল্ড লেডিদের নতুন সাইনিং টিমোথি ওয়েহ।
তব𒆙ে ম্য🔯াচের ৩৮ মিনিটে এক গোল পরিশোধ করে রিয়াল মাদ্রিদ। গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে সেই আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। তবে গোল ༒করতে ব্যর্থ ছিল ভিনি-মদ্রিচরা। উল্টো ম্যাচের⛎ একেবারে শেষ মিনিটে আবারও গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন দুসান লাজোভিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।
এদিকে প্রাক্-মৌসুমের ৪ ম্যাচের প্রথম দুটিতে জয় পাওয়া রিয়াল হেরেছে টানা দুই ম্যাচ। আ๊গামী ১২ আগস্ট লা লিগার নতুন মৌসܫুমের প্রথম দিনেই বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।