• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন হাথুরুসিংহে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৪:২৫ পিএম
ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন হাথুরুসিংহে
চান্ডিকা হাথুরুসিংহে । ছবি: সংগৃহীত

ক্রিকেটের তিন ফরম্যাটের ভিতর বাংলাদেশের সেরা ফরম্যাট ছিল ওয়ানডে। সে ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের হয়েছে ভরাডুবি। অথচ বিশ্বকাপ শুরু আগে বাংলাদেশের সকলের মুখে ছিল প্রত্যাশার কথা। সিবাই ভেবেছিল এবার বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। হয়ত খেলবে সেমিফাইন🧸াল। আর এমন স্বপ্ন দেখার কারণটাই হলো একে তো গত কয়েক বছর ধরে বাংলাদেশের ওয়ানডেতে দারুণ  পারফরমেন্স আর দ্বিতীয়ত ভারতের মাটিতে খেলা বলে। যার আবহাওয়া উইকেট অনেকটাই আমাদের মতো। কিন্তু বিশ্বকাপে চরম ব্যর্থ টাইগাররা। আর এই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন চান্ডিকা হাথুরুসিংহে।  

শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ বলেন, “আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম🌜 ম্যাচ থ𓂃েকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।”

এ সময় টাইগারদের গুরু আরও বলেন, “আমার মনে൩ হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।”

এদিকে🐓, বাংলাদেশের বিশ্বকাপে এমন ভরাডুবির পর ভক্ত সমর্থকরা দাবি করছেন কোচের পদত্যাগ। আজ দিল্লিতেও সাংবাদিকরা চান্ডি🎉কাকে প্রশ্ন করেই বসলেন দায়িত্ব ছাড়বেন কিনা? এমন প্রশ্নে উত্তরে চান্ডিকা বলেন, “আমি কোচ থাকবো কি না এটা আমার ওপর নির্ভর করে না। এটা আসলে বোর্ডের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে।”

Link copied!