তিনি টানা দু’বার বিশ্বকাপের ফাইনাল✅ খেলেছেಌন। প্রথম বার জিতেছেন। পরের বার হেরেছেন। মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান। স্পেনের ঘরোয়া লিগে মাদ্রিদ ডার্বিতে খেলার পর সোমবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা করেছেন তিনি।
আধুনিক ফ্রান্সের ফুটবল দলের অন্যতম সফল তারকা তিনি। ভিডিও বার্তায় জাতীয় দল🍰, সমর্থক এব🦩ং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গত ১০ বছরে ফ্রান্সের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছেন গ্রিজম্যান। ৪৪টি গোল করেছেন। তবে শুধু গোলসংখ্যা দিয়ে তার বিচার করা যাবে না। খেলা তৈরি করা এবং অক্লান্ত পরিশ্রম করার জন্য সুনাম রয়েছে তার। আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগের প্রতিনিয়ত দলকে সাহায্য করেছেন।
২০১৮ বিশ্বকাপের ফাইনাল জেতা গ্রিজম্যানের জীবনের অন্যতম সেরা কীর্তি। ফাইনালে দলকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ক্রোয়েশিয়াকে ৪-২ হারানোর ম্যাচে গোল করেছিলেন তিনি। সে বারের বিশ্বকাপে চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট ছিল তাঁর। গ্রিজম্যানের খেলা নজর কেড়ে নিয়েছিল। জাতীয় দলের হয়ে 🍸২০১৪ সালে অভিষেক হয়। তার পর থেকে দিদিয়ের দেশ’র দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি।
ফ্রান্সকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। পেশাদার জীবনের বেশির ভাগটাই কাটিয়েছেন আতলেতিকো মাদ্রিদে। মাঝে তিন বছর ছিলেন বার্সেলো꧟নায়। আবার আতলেতিকোয় ফিরেছেন। রোববার রাতে মাদ্রিদ ডার্বিতেও খেলেছেন। ম্যাচটি ১-১ ড্র হয়েছে।