• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাত্র ২৬ বছর বয়সেই চলে গেলেন গোলরক্ষক সারকিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৫:০২ পিএম
মাত্র ২৬ বছর বয়সেই চলে গেলেন গোলরক্ষক সারকিক
মাতিজা সারকিক। ছবি : সংগৃহীত

মিলওয়াল ক্লাবের গোলরক্ষক মাতিজা সারকিক মারা গেছেন। মন্টিনিগ্রোর এই খেলোয়াড় গত বছরের আগস্ট ওলভেস🤪 ক্লাব থেকে চ্যাম্পিয়নশিপ ক্লাবে যোগদা🌠ন করেন। ২৬ বছর বয়সী এই গোলরক্ষক ৩৩টি ফুটবল ম্যাচ খেলেছেন।

মাতিজা সারকিক🍨 দেশের হয়ে গত ৫ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলেন। এতে ২-০ গোলে জয় পায় তার দেশ।

মন্টিনিগ্রো ফুটবল অ্যাসোসিয়েশন (এএসসিজি) জানিয়েছে, শনিবার সকালে সারকিকের মৃত্যু হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরের বরাত দিয়ে তারা জানায়, বুদভা শহরে নিজ ঘরের মধ্যে হঠাৎ করেই তিনি মৃত্যুর কোলꦺে ঢলে পড়েন।

এএসসিজি আরও জানায়, সারকিক ত💮াদের একজন সম্মানিত সদস্য ছিলেন এবং তিনি সব সময় হাস্যোজ্বল মুখের অধিকারী ছিলেন। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে তার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 🐎হবে। 

মিলওয়াল ক্লাবের পক্ষ থেকে বলা হয়ে🔯ছে, গোলরক্ষক মাতিজা সারকিকের মৃত্যুতে তারা পুরোপুরি হতবাক। মাতিজার মৃত্যুতে তার বন্ধু ও পরিবারের প্রতি তারা শোক জানিয়েছে।

গ্রিমসবিতে জন্মগ্রহণকারী সারকিক ইংলিশౠ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টোন ভিলাতেও  খেলেছেন। 

Link copied!