• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেশন্স লিগ ফুটবল

বসনিয়াকে সাত গোলে হারাল জার্মানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৯:৪১ এএম
বসনিয়াকে সাত গোলে হারাল জার্মানি
গোলের পর ক্লেইনডিয়েনস্টকে ঘিরে জার্মান সতীর্থরা। ছবি: সংগৃহীত

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফা💃ইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো দল জার্মানির বিধ্বংসী রূপ ဣদেখেছিল। সেবার জার্মানরা ৭-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। এবার জার্মানদের সেই রূপ ফের দেখলো বসনিয়া। 

শনিবার রাতে নিজেদের মাটিতে জার্মানি ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারাল অতিথি ꦇদল বসনিয়াকে।

পুরো ম্য♊াচে বসনিয়ান খেলোয়াড়রা শুধুমাত্র জার্মানির আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল। ফল꧒ে তারা আর পাল্টা আক্রমণ করার সুযোগই পায়নি। 

উয়েফা নেশন্স লিগের এ-৩ গ্রুপ থেকে জার্মানরা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ক🔯রে। তাই এই ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। তা♏রপরও জার্মানি মাঠে কোনো প্রকার ছাড় দেয়নি বসনিয়াকে। 

ম্যাচে বিজয়ী দলের পক্ষ থেকে জোড়া গোল করেন ক্লেইনডিয়েনস্ট ও ভিরটজ। আর এক⛦টি করে গোল করেন  জামাল, 🦋সানে ও হাভেরটজ। 

জার্মানি ১ဣ৩ পয়েন্ট পেয়েছে ৫ ম্যাচ থেকে। আগামী মঙ্গলবার তারা হাঙ্গেরিতে যাবে গ্রুপের শেষ ম্যাচ খেলতে। এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস দ্বিতীয় স্থান অধিকার করে শেষআটে উঠেছে। 

Link copied!