• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিলিস্তিনের ‍‍স্বাধীনতা‍‍র পক্ষে ব্যানার ইতালির দর্শকদের হাতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:৪৯ পিএম
ফিলিস্তিনের ‍‍স্বাধীনতা‍‍র পক্ষে ব্যানার ইতালির দর্শকদের হাতে
ফিলিস্তিনের পক্ষে অবস্থান ইতালির দর্শকদের। ছবি:সংগৃহীত

সোমবার রাতে ছিল উয়েফা নেশনস লিগ ফুটবলে ইতালি এবং ইসরায়েলের খেলা। ম্যাচে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি ২-১ গোলে জয়লাভ করে। এটা তাদের টানা দ্বিতীয় জয়৷ প্রথ🉐ম ম্যাচে তারা পরাজিত করে গত বারের রানার্সআপ ফ্রান্সকে।

ম্যাচে জেতার আনন্দ করার পাশাপাশি ইতালির দর্শকরা প্রতিবা꧟দ করে যখন বল মাঠে গড়ানোর আগে নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। তারা ব্যানারে ফিলিস্তিনের পক্ষে লিখে 🥃রাখে ‍‍‘স্বাধীনতা‍‍’ শব্দটি। আর ঐ সময় পেছন ফিরে দাড়িয়ে থেকে প্রতিবাদ জানায় গ্যালারীর দর্শকরা। 

ম্যাচের শুরু থেকেই ইতালি আক্রমণ করে খেলে। তারা দুই অর্ধ মিলে সাফল্য পেয়ে ২-০ গোলে এগিয়ে যায়। তবে ম্যাচের এ꧟কেবারে শেষ মুহূর্তে ইসরায়েল একটি গোল শোধ করতে সক্ষম হয়। সেটা তারা ক🔴রলেও ইতালির তিন পয়েন্ট পেতে তাতে কোন বাঁধা সৃষ্টি হয়নি। কারণ, ওই গোলের পর খুব একটা সময় ছিল না ম্যাচের।

Link copied!