দীর্ঘ পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জিღতলো ইংল্যান্ড দল। সাকিব মাহমুদ, স্যাম কারান ও লিভিংস্টোনের নৈপূন্য পাঁচ বারের চেষ্টায় এবার এই সাফল্য পেল সফরকারী ইংল্যান্ড।
গ্রস আইলেটে শুক্রবার রাতে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ১৪৫ রানের জবাবে ইংল্যান্ড ১৯.২ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান করে। ৩ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পাওয়েল ৫৪ ও শেফার্ড ৩০ রান করেন। ইংল্যান্ডের সাকিব ১৭ রানে তিন উইকেট পান এবং ম্য♛াচসেরা হন।
এছাড়া ওভারটন ২০ রানে তিন উইকেট লাভ করেন। ইংল্যান্ডের কারান ৪১, লিভিংস্টোন ৩৯ ও উইল জ্যাক ৩২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন মাত্র ২২ রানে ৪টি উইকেট পান। এরআগে প্🏅রথম দুই ম্যাচে ৮ ও ৭ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড। আগামী ১৭ ও ১৮ಌ নভেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।