• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দেশবাসীকে ক্রিকেট তারকাদের ঈদ শুভেচ্ছা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০২:৫৮ পিএম
দেশবাসীকে ক্রিকেট তারকাদের ঈদ শুভেচ্ছা
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নিগার সুলতানা। ছবি : সংগৃহীত

এক মাসের সিয়াম সাধনা শেষে বাংলাদেশে বৃহস্পতিবা♋র পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররাও। তারা তাদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

ফেসবুক, 🃏ট♛ুইটার, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ক্রিকেট তারকারাও।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ করছেন সাকিব🌠 আল হাসান। উমরাহ পালন শেষে সাকিব সরাসরি 𝄹যুক্তরাষ্ট্রে চলে যান। ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

তামিম ইকবাল ঈদ করছেন ঢাকাতেই। পরিবারকে নিয়ে তার কাটছে আনন্দময় সময়।🌠 ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

দেশে ঈদ করার সুযোগ পেলে মাহমুদউল্লাহ খুঁজে নেন নিজের আপন ঠিকান💝া ময়মনসিংহ। ফেসবুকে মাহমুদউল্লাহ রিয়🙈াদ লিখেছেন, ‘ঈদ মোবারক। এই বিশেষ দিনটি ভালবাসা, আনন্দ এবং আশীর্বাদে ভরে উঠুক।’

মুমিনুল হক ঈদ উদযাপন করছেন কক্সবাজারে। সেখানে মায়ের সঙ্গে তার ঈদ করা চাই-ই চাই। ভক্তদের শুভেচ্ছা জানাতে মুমিনুল ভুলে যাননি। 🔥তিনি লিখেছেন, ‘ভালোবꦛাসা আর হাসিতে ভরে উঠুক ঈদের আনন্দ।’

ঢাকায় ঈদ করা তাসকিন আহমেদ লিখেছেন, ‘এই শুভ দিনে, আল্লাহর রহমত আপনার পথকে আলোকিত করুক এবং আপনার প্রতিটি পদক্ষেপে সুখ বয়ে আনুক। ঈদ ꦐমোবারক!’

লেগ স্পিনার রিশাদ হোসেন ঈদ করছেন নীলফামারিতে। রিশাদ লিখেছেন, ‘ভালোবাসা, হাসি এবং উষ্ণতায় ভরা আপনাদেরকে আন্তরিক ঈদ🌜ের🌟 শুভেচ্ছা পাঠাচ্ছি।’

স্পিন অলরাউন্ডার মিরাজ লিখেছেন, ♏‘ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সব🌄ার মাঝে, ঈদ মোবারক।’

নারী দলের🃏 অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘ঈদ-উল-ফিতরের এই বরকতময় উপলক্ষে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শ☂ান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!’

সৌম্য সরকার লিখেছেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সবাইকে জানাই প্রাণঢালা ঈদের শুভেচ🌠্ছা। ঈদ মোবারক।’ 

Link copied!