নেদারল্যান্ডসের পিএসভি ইনডোভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে🌌 উঠেছে ১৯৯৬-৯৭ সালের চ্যাম্পিয়ন জার্মানীর ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ফিরতি লেগে ডাচ ক্লাবকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট🌱ে উঠলো বুন্দেসলিগার ক্লাবটি।
৮ বারের বুন্দেসলিগার শিরোপাধারী জার্মানীর বর্তমান সময়🧸ের অন্যতম সেরা ক্লাব ডর্টমুন্ড এর আগে প্রথম লেগে ইনডোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। দুই লেগ মিলিয়ে 🍌৩-১ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ৩ মৌসুম পর ফের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
বুধবার রাতে ডর্টমুন্ডের পক্ষে ম্যাচের ৩ মিনিটেই গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ধার করা খেলোয়াড় স্যানচো। তাকে ম্যানচেস্টার ইউনাট✃েড থেকে ধার নিয়েছিল জার্মান ক্লাবটি।
ম্যানইউতে যোগ দেওয়ার আগেও ডর্টমুন্ডের হয়েই খেলতেন স্যানচো। ২০২১ সালে ৯৩ মিলিয়ন ডলারের বিনিময়ে ম্যানইউর সঙ্গে ৫ বছরের চুক্তি করেন তিনি। দলে নিয়মিত জায়গা দেওয়ায় ম্যানইউর কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়তে বাধ্য হন স্যানচো। যোগ দেন সেই পুরোনো ফুটবল ক🐻্লাব ডর্টমুন্ডে।
এদিন ঘরের মাঠে ডর্টমুন্ডের হয়ে শেষ গোলটি করেন মার্কো রিউস। ম্যাচের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলকে শেষ আটে জায়গা নিশ্চিত করে দেন তিনি।