খেলতে খ✅েলতে মাঠেই মৃত্যু হল এক ক্রিকেটারের। ভারতীয় বংশোদ্ভূত ও⛄ই ক্রিকেটারের নাম ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন। বয়স হয়েছিল ৩৮ বছর।
শুক্রবার ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে ঘটেছে এই ঘটনা। ‘সাল ফাইটার🦹্স মিসফা’ দলের হয়ে খেলার সময় মাধবান মারা যান। তিনি রেখে গেছেন স্ত্রী এবং তিন বছরের এক ছেলেকে।
দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, ‘শারীরিকভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিলেন ধনেশ। আমাদের দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের এꦓই ম্যাচ খেলা হয়। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি। তিনি ব্যাট ও বল দুটোই করেছেন। মাঠে নিজের পজিশন নেওয়ার পর 🦩আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যান। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে মিসফার একটি হাসপাতালে উনাকে নিয়ে যাওয়া হয়। সেটি বন্ধ থাকায় ঘুবড়ার একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তারেরা উনাকে মৃত বলে ঘোষণা করেন।’
অতীতে এই লিগে মুহম্মদ জাফর নামে এক ক্রিকেটারের একইভাবে মৃত্যু হয়েছিল। তারপরও সচেতনতার অভাব ছিল, তা স্পষ্ট। ধনেশের ক্ষেত্রে কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর চেষ্টা করা হয়েছিল কি না, সে প্রশ্নের জবাবে শ্রীজেশ বলেন, ‘আমার এই বিষয়ে খুব বেশি ধারণা নেই। মাথা ঘুরে পড়ে গিয়েছে ভেবেই আমরা মাধবনকে হাসপাতালে নিয়ে যাই।’