শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ⛄দারুণ এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। এটা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাস𝄹ে দ্বিতীয় ওয়ানডে জয়।
সোমবার রাতে আবুཧধাবিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৬৯ রানে জিতেছে আইরিশরা। ম্য🍷াচে আয়ারল্যান্ডের ৬ উইকেটে ২৭৪ রানের জবাবে ইংল্যান্ড দল ২১৫ রানে অলআউট হয়ে যায়।
বিজয়ী দলের পল স্টার্লিং ৮৮ ও হ্যারি টেক্টর ৬০ রান করেন। স্ট꧅ার্লিং ম্যাচসেরা নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকা অবশ্য প্রথম দুটি ম্যাচে ১৩৯ ꦺও ১৭৪ রানে জয়ী হয়ে আগেই সিরিজ নিশ্চিত করে।
দুদলের টি🙈-টোয়েন্টি সিরিজ ১-১ ম্যাচের ব্যবধানে ড্র হয়।