• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রিকেট তারকার ছেলে অ্যাথলেটিক্সে সোনা জিতলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৫:৩২ পিএম
ক্রিকেট তারকার ছেলে অ্যাথলেটিক্সে সোনা জিতলেন
রাই বেঞ্জামিন। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার উনস্টন বেঞ্🌳জামিনের ছেলে রাই বেঞ্জামিন মাতিয়েছেন অলিমﷺ্পিক। জিতেছেন সোনা। পুরুষদের ৪০০ মিটার হার্ডলস দৌড়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। 

শুক্রবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী নরওয়ের কারস্টেন ওয়ারহোমকে হারিয়ে সোনা জিতেছেন রাই বেঞ্জামিন। তার টাইমিং ছিলও ৫৬.৪৬ সেকেন্ড। অথচ বাবার মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্ত꧟ু অ্যাথলেট বনে গেলেন। 

এর আগেও পদ জিতেছিলেন রাই। তবে সোনা জেতা হয়নি। টোকিও অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন। এছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপജ্য আর ২০২৩ সালে জিতেছিলেন ব্রোঞ্জ।

রাইয়ের জন্ম অ্যান্টিগাতে। ২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট✤্রের নাগরিকত্ব পান। তার বাবা উইনস্টন বেঞ্জামিন নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৯৫ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন।

Link copied!