• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় জামাল ভূঁইয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৯:২১ পিএম
আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় জামাল ভূঁইয়ার
জামাল ভূইঁয়া বাংলাদেশ অধিনায়ক। ছবি : সংগৃহীত

সদ্য আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে এক ম্যাচ খেলে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়া। দেশে ফিরে একদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার(৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয় দলের অন𓆉ুশীলনে যোগ দেন জামাল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত হবে ম্যা꧅চ দুটি। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩২ থাপ এগিয়ে আফগানরা। ঘরের মাঠ তাদের বিপক্ষে লড়াইয়ে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) অনুশীলন শেষে জামাল বলেন, “আফগানিস্তান অনেক শক্তিশালী দল। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলার রয়েছে তাদের দলে। র‌্যাংকিংয়ে তারা আমাদের চেয়ে ৩২ ধাপ উপরে রয়েছে। তবে আꦯমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার বিষয়ে আশাবাদী। এছাড়া ম্যাচ দুটি আমাদের ঘরের মাঠে হচ্ছে এটা আমাদের বাড়তি স🐎ুবিধা দেবে। ”

জাত💃ীয় দলের সঙ্গে অনুশীলন করতে পেরে খুশি অধিনায়ক জামালও। বাংলাদেশের অধ๊িনায়ক বলেন, “আমারও ভালো লাগছে। দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছি। আজ অনুশীলন করলাম।”

জামাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের ক্লাব সোল দা মায়োর হয়ে খেলছেন। মাত্র একটি ম্যাচ খেলেই🥃 বাংলাদেশে এসে পড়েছেন। সেই ম্যাচ খেলা ও সপ্তাহখানেক আর্জেন্টিনা থাকার অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, “সেখানে সব কিছুই ভিন্ন। খাবার, মানুষ, আবহাওয়াও ভিন্ন। এখন সেখানে শীত। খেলার ধরনেও ভিন্নতা রয়েছে। তবে আমি সেটা উপভোগ করেছি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করেছি।”

সোল দা মায়োতে জামালের অভিষেকই হয়েছে অধিনায়কত্ব দিয়ে। এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমি সেখানে নতুন খেলোয়াড়। ক্লাব সভাপত🦩ি আমাকে অধিনায়ক দিয়েছে। আমি এতে খুশি।”

বাংলাদেশ সাফে দুর্দান্ত ღফুটবল খেলেছিল। সাফের পর আবার মাঠে নামছে বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে চান অধিনায়ক। আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Link copied!