চলতি বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে কুཧমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক✨্ষে ২১০ রানের বড় সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। অধিনায়ক বদলের দিনে নতুন কাপ্তান শাই হোপের ৯১ ও তামিম ইকবালের ৯৫ রানে ভর করে ২ উইকেটে এই সংগ্রহ পায় দলটি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে খুলনা। তৃতীয় ওভারের চতুর্থ বলে মাহমুদুল হাসান জয় ফেরার পর ১৮৪ রানের জুটি গড়েন হোপ ও তামিম। ওয়ানডে অধিনায়ক তামিম ৬১ ব▨লে ৯৫ করে ফিরলে ভাঙে এই জুটি। শেষ ওভারের শেষ বলে শাই হোপ ৫৫ বলে ৯১ রান করে ফেরেন। জয় ও আজম খানের ব্যাটে আসে যথাক্রমে ১ ও ১২ রান।
কুমিল্লার হয়ে মোসাদ্দেক ꦓহোসেন ও নাসিম শাহ একটি করে উইকেট শিকার করেন। কুমিল্লার খুশদিল শাহ ছাড়া বাকিরা সবাই ২০ এর উপরে করে রান দিয়েছেন।