নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রংপুর ꦯরাইডার্স। ম🎀ঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান তোলের রংপুর। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে কুমিল্লা।
এদিন রংপুরের দেওয়া লক্ষ্য তাড়া💖 করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক লিটন দাসকে (০) হারায় কুমিল্লা। এরপর মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে এগিয়ে যান অন্য ওপেনার মোহাম্মদ রেজওয়ান। তবে দলীয় ৬০ রানে মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন 🌠রেজওয়ান (১৭)। দলীয় ১১৩ রানের মাথায় আউট হন অংকন। তার আগে ৩ ছক্কা ও ৪ চারে সাজিয়ে ৫৫ বলে ৬৩ রান করেন তিনে নামা এই ব্যাটার।
এরপরেই কুমিল্লাকে চেপে ধরেন রংপুরের বোলাররা। তৌহিদ হৃদয় ছাড়া পরবর্তী আর কোনো ব্যাটারই রান তাড়ায় ভূমিকা রাখতে পারেননি। রান আউট হওয়ার আগে হৃদয় ২৮ বলে ৩৯ রℱান করেন। শেষ ওভারে এসে ২ ছক্কায় সাজিয়ে ৪ বলে ১৮ রান করেন জাকের আলী। তবে তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।