উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের বর্তমান শিরোপাধারী স্পেনের রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জার্মানির স্টুটগার্টকে পরাজিত করে শুভসূচনা করেছে। মঙ্গলবার রাতের এই জয়ে শিরোপা ধরে রাখার মিশনে সফল যাত্রা করলো তারকাসমৃদ্ধ দল রিয়াল। অবশ্য শুরু থেকে আক্রমণ করে খেললেও গোল পাচ্ছিল না রিয়াল। প্রথমার্ধে তাই ফলাফল ছিল গোলশূন্য ড্র। ম🥀্যাচের ৪৬ মিনিটের সময় ফ্রান্স বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে গোল করে রিয়ꦦালকে এগিয়ে দেন। ৬৮ মিনিটের মাথায় স্টুটগার্টের উনভাভের গোলে দলকে সমতা ফেরান। ৮৩ মিনিটের সময় রুডিগার গোল করে রিয়ালকে পুনরায় এগিয়ে দেন এরপর ম্যাচে সমতা ফেরাতে তুমুল লড়াই করে স্টুটগার্ট। কিন্তু তাদের সমস্ত আক্রমণ নস্যাৎ করে দেন রিয়ালের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়রা। উল্টো আরও একটি গোল করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ইনজুরি সময়ে এনদ্রিক গোল করলে আনতেলেত্তির দল বড় জয় পায়।