বাংলাদেশে অহরহ ডাকাতির ঘটনা ঘটে। তাই এখানে ডাকাতি হলে তা খুব বেশি মিডিয়া কাভারেজ পায় না। কিন্তু ইংল্যান্ডের মতো জায়গায় ডাকাতি, তা-ও আবার বিশ্ব তারক♋ার বাড়িতে, ফলে সেটা বড় খবরে পরিণত হবে, সেটাই স্বাভাবিক।
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বাসায় ডাকাতি হয়েছে। পাকিস্তান সফরের সময় কাউন্টি দুরহামে তার ক্যাসেল ইডেনের বাড়িতে একদল 🌼মুখোশধারী ডাকাতি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে বলে জানান স্টোকস।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডাকাতির সংবাদটি দে𝔉ন স্টোকস। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, ডাকাতির সময় তার পরিবার বাড়িতেই ছিলেন। তবে তাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে।
পোস্টে ডাকাতি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবিও দেন স্টোকস। অপরাধীদের খুঁজে বের কর💯ার আহ্বান জানান তিনি।
স্টোকস লেখেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ✨ঘটনা তাদের অনুভূতি🍨 ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত।’
😼স্টোকস লেখেন, ‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারব। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যে এই কাজ করেছে, তাকে খুঁজে বের করা।’
এই ক্রিকেট অলরাউন্ডার আরও লেখেন, ‘তারা গয়না, অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং ব্যক্তিগত আইটেম নিয়ে পালিয়ে গেছে। এই আইটেমের অনেকগুলোর সঙ্গে আমার ও আমার পরিবারের জন্য আবেগ জড়িত। সেগুলো অপূরণীয়🦹।’
স্টোকস তার অর্জিত পদকের পাশাপাশি তিনটি নেকলেস, একটিꦉ আংটি এবং একটি ডিজাইনার ব্যাগের ছবি পোস্ট করেন।