• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্রাজিলে ফুটবল মাঠে বোমা বিস্ফোরণ, সাংবাদিক আহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৪:৪৩ পিএম
ব্রাজিলে ফুটবল মাঠে বোমা বিস্ফোরণ, সাংবাদিক আহত
বোমা হামলায় আহত সাংবাদিক মাটিতে পড়ে আছেন। ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবলের ঘরোয়া কাপ আসর কোপা দো ব্রাজিলের খেলার মাঝেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাতলেটিকো মিনেইরো ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটে এই ঘটনা। বেলো হরিজেন্তের এমআরভি স্টেডিয়ামে এই হামলায় এক ফট🏅ো সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

খেলা শুরুর আগে থেকেই দুই দলের সমর্থকদের মাঝে সংঘাতের কথা চাউর হয়েছিল। অ্যাতলেটিকো মিনোইরোর প্রথম ল💧েগের ম্যাচে হারে ১-৩ গোলে🍸র ব্যবধানে। এরপরেই দ্বিতীয় লেগের খেলাকে কেন্দ্র করে ফ্ল্যামেঙ্গো ভক্তদের ওপর ম্যাচের আগে থেকেই চড়াও হয়েছিল মিনেইরো ভক্তরা।

কিন্তু মাঠের খেলায় মিনেইরো এবারেও সুবিধা করতে পারেনি। ৮২ মিনিটে গনজালো সিলভার গোল ꦦকরে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন ৪-১ গোলের অ্যাগ্রিগেটে। এরপরেই মাঠে বিভিন্ন বস্তু এবং বোমা হামলা করতে শুরু করে অ্যাতলেটিকো মিনেইরো সমর্থকরা। সেই সময়েই ৬৭ বছর বয়েসী ফটো সাংবাদিক হোসে মারিয়া (৬৭) আহত হন।

তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের তিনটি আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। সেইসঙ্গে পায়ের পাতায় বেশ অনেকটা অংশ কেটে যায়। তবে আহত হওয়ার পর থেকে এখন পর্൲যন্ত সেই সাংবাদিকের জ্ঞান ফে𓃲রেনি।

ব্𓃲রাজিলের গণমাধ্যম ‘ওটেম্পো’ এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন গণমাধ্যম আগেই এই স্টেডিয়ামে অ্যাতলেটিকো মিনেইরো꧑ ভক্তদের আগ্রাসী আচরণ নিয়ে সতর্কতার কথা জানিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

মাঠের খেলায় অবশ্য এর বড় প্রভাব পড়েনি। ফ্ল্যামেঙ্গো জিতেছে তাদের পঞ্চম কোপা꧟ দো ব্রাজিলের শিরোপা।

Link copied!