প্যারিস অলিম্পিক গেমস ভ🔴িলেজে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন শনিবার এ খবর জানিয়েছে।
সামোয়ার গণমাধ্যমের খবর অনꦯুযায়ী এই কোচ মারা গেছেন শুক্𝔍রবার। ওই সময় তিনি অলিম্পিক ভিলেজে ছিলেন।
আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমব꧅েদনা জানাচ্ছি। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদ🤪ান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
এবারের অলিম্পিকে সামোয়ার একজন বক্সার অংশ নিচ্ছেন। আতো প্লডজিকি নামের এই ব্ক্সার দুইবার প্যাসিফিক গেমসের চ্যাম্পিয়ন। আজ রোববার বেলজিয়ামের ভিক্টর সেলেস্ত্রেতের বিপক্ষে খেলবেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন তিনি।