• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ২১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একজন সুপারস্টারের জন্ম


তারিক আল বান্না
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৩:১৯ পিএম
একজন সুপারস্টারের জন্ম
গোল করার পর লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বিভিন্ন আসরে এমন কিছু গোল হয় যা সময়ের আলোচনায় চলে আসে। সেই গোলটা কয🐎়েক দশকে෴র পর দশক মনে রাখে সকলে।  

১৯৮৮ সালের ইউরোতে মার্কো ভ্যান বাস্টেনের কোনাকোনি ভলি থেকে করা গোল তেমনই একটি। ১৯৯৬ সালের ইউরোতে পল গ্যাসকোইনের একক প্রচেষ্টায় করা এবং একই টুর্নামেন্টে ক্যারেল পোবোর্স্কির চিপ থেকে কর🔯া গোলও তেমন মর্যাদার। চলতি ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের হয়ে লামিন ইয়ামালের ইতিহাস তৈরি করা গোলটিকেও সেই তালিকায় যোগ করা যেতেই পারে।

স্পেন ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইয়ামাল বক্সের বাইরে থেকে পোস্🅷টের উ🍰পরিভাগের কর্নারের ঠিক নীচ দিয়ে একটি দুর্দান্ত শটে গোলটি করেন এবং সমতা আনেন।

মাত্র ১৬ বছর ৩৬২ দিন বয়সে অসাধারণ গোলটি করে ইয়ামাল গড়লেন আরেক ইতিহাস। তিনি টুর্নামেন্টের ইতিহাসে এখন সবচেয়ে কম বয়সী গোলদাতা। শুধু সেটাই নয়, ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ফুটবলের বড় আসরে এতোদিন সাবেক ফুটবল তারকা পেলে ছিলেন সবচেয়ে কম বয়সী গোলদাতা। পেলের সেই রেকর্ডও ভেঙে দিলেন ইয়ামাল। ব্রাজিলিয়ান কিংবদন༺্তি পেলে বিশ্বকাপে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেছিলেন।

এই গোলটির পর বিবিসিকে ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছেন, ‘একজন সুপারস্টারের জন্ম হলো। এটি ম্যাচের সেরা একটি মুহূর্ত এবং সম্ভবত ট🐈ুর্নামেন্টেরও সো মুহূর্ত।’

ইংল্যান্ডের সাব♎েক স্ট্রাইকার অ্যালান শিয়ারার বলেন, ‘শুধু অবিশ্বাস্য। আমরা তার সম্পর্কে সমস্༺ত টুর্নামেন্টে অনেক কথা বলেছি, বলেছি তরুণ বয়স নিয়েও।’

স্পেনের বস লুইস দে লা ফুয়েন্তওে ইয়ামালের গোল সম্পর্কে বলেছেন, ‘আমরা প্রতিভার স্পর্শ দেখেছি। সকলেরই উচিত তার প্রতি যত্ন নেওয়া। আমি চাই সে বিনয়ের সাথে নিজের কাজটি করুক এবং আরও শ🎉িখতে থাকুক।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে ওকে এখনই অনেক বেশি অভিজ্ঞ খেলোয়াড় মনে হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে⛎, সে আ🎃মাদের দলে আছে, সে একজন স্প্যানিশ।’

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড ইয়ামালের গোল নিয়ে বলেন, ‘এতꦉ কম বয়সী একটি বাচ্চার কাছ থেকে একটি চমৎকার সমাপ্তি।’

আগামী ১৩ জু🐲লাই ইয়ামালের ১৭ বছর পূর্ণ হবে। যার একদিন পরই 💃ইউরোর ফাইনাল। যেখানে স্পেন মুখোমুখি হবে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের।

ইয়ামাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় দলের সাথে ফাইনালে ওঠা স্বপ্ন সত্যি হলো।’ বার্লিনে রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তিনি কার মুখোমুখি হতে পছন্দ করবেন জানতে চাইলে ইয়ামাল বলেন, ‘আমি সত্যিই এসব নিয়ে 🃏ভাবি না। আপনি যখন ফাইনালে পৌঁছান তখন আপনাকে সেরাটাই খেলতে হবে।’  

 

Link copied!