পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পারভেজ হোসেন ইমনౠ। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।
তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন দলে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন 𝔍জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহꦅমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা।
১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ𓆏 খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে এবা🎉রই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
বাংলাদেশ দল: পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি♏, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।