বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে যেমন টানা সুখবর দিচ্ছে, দেশবাসীকে আনন্দ꧟ে ভাসাচ্ꦯছে, আমাদের গৌরবময় করছে, তেমনই নতুন করে উৎসবের উপলক্ষ্যও তৈরি হচ্ছে তাদের জন্যই।
মাত্র কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ নারী দল সাফের শিরোপা জিতেছে। বুধবার সাফের কম☂্পিটিশন কমিটির এক সভায় জুনিয়র নারী সাফের স্বাগতিক করা হয়েছে বাংলাদেশকে।
আগামী ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদ💧েশ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যা🐬ম্পিয়নশীপ আয়োজন করবে।
বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনো চুড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাংলাদেশ ফুꦬটবল ফেডারেশনকে (বাফুফে🀅) আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’
এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে কঠোর সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্ট𒉰েডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়𒐪াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়।
সাফ নারী চ্যাম্পিয়নশীপ ছাড়াও পুরুষ অনূর্ধ্ব-১৯ সাফ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চুড়ান্ত হয়েছে। আগামী বছর ৫ থেকে ১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। ভারতের কোন রাজ্যে করবে, তা জানতে চেয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনকে চিঠি দিয়েছে সাফ।
আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনো ঠিক হয়নি। এ সম্পর্কে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানির সঙ🐎্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিট🌱িং আছে।’