শারজাহ স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হারের বেদনা নিয়েই ওয়েস্ট🗹 ইন্ডিজের💃 পথে উড়াল দিয়েছে টাইগাররা।
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তার আগে ভারতেও এ🐓কই অবস্থার মধ্য দিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে তারও আগে পাকিস্তানের মাটিতে ২-০ ܫব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল।
দলের সঙ্গে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নিয়মিত অধ൩িনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে ওয়েস🌠্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে শান্তর খেলা হচ্ছে না। সাকিব দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই ফরম্যাট থেকে বিদায় নিতে চাইলেও তা বাস্তবায়িত হয়নি। এখন তিনি আর টেস্ট দলে নেই। মুশফিক হয়তো ইনজুরির কারণে দলে নেই।
ক্যারি🔴বিয়ানের বদলে দেশের পথ ধরতে হয়েছে শান্তকে। আগামী ২২ নভেম্বর থেকে বাংলাদেশ মাঠে নামবে সাদা পোশাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই হবে টাইগার বাহিনীর সবꦚশেষ সিরিজ।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে শারজাহ থেকে দুবাইয়ের পথ ধরেꦓ টাইগাররা। ঢাকা থেকে যাওয়া ক্রিকেটাররা দুবাইয়ে গিয়ে যোগ দেন দলের সঙ্গে। এরপরে লন্ডনের ফ্লাইটে শুরু হয়েছে যাত্রা। সেখান থেকে গন্তব্য ওয়েস্ট ইন্ডিজের অ🦩্যান্টিগায়। দীর্ঘ ভ্রমণ, প্রায় ২৪ ঘণ্টার মতো। সেই ধকল কাটাতে আপাতত বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। এরপর হালকা অনুশীলন ও আগামী শুক্রবার থেকে চার দিনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে টেস্টের প্রস্তুতি নেবেন টাইগাররা।
ভিন্ꦑন কন্ডিশনে বাংলাদেশের পরিকল্পনাটাও ভিন্ন হতে হবে। অভিজ্ঞ ক্রিকেটার সাকিব, মুশফিকুর রহিম ও অধিনায়ক শান্ত না থাকায় ব্যাটিং নিয়ে আরো শঙ্কা বেড়েছে বাংলাদেশের।
টꦐেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্🔜টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাস🏅ান মাহমুদ ও হাসান মুরাদ।