• ঢাকা
  • বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজনৈতিক অস্থিরতায় থেকেও পাকিস্তানকে ক্রিকেট শিখিয়েছে বাংলাদেশ: শেহজাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৫:৩৫ পিএম
রাজনৈতিক অস্থিরতায় থেকেও পাকিস্তানকে ক্রিকেট শিখিয়েছে বাংলাদেশ: শেহজাদ
আহমেদ শেহজাদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে তাদেরই মাটিতে গিয়ে ২-০ ব্🐷যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। যা অনেক পাকিস্তানি ক্রিকেটারের কাছে হজম করার মতো নয়। সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেটারদের ধুয়ে দিলেন দেশটির জাতীꦕয় দলের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।

শেহজাদ বলেন, ‘পাকিস্তানকে তাদের নিজেদের মাঠেই হোয়াইটওয়াশ করে 💃দিয়েছে বাংলাদেশ। তোমরা তো লড়াইও করতে পারোনি। বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিলো না (রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা ছিল)। দলটি পাকিস্তানে সিরিজের জন্য নিজেদের দেশে অনুশীলনও করতে পারেনি। তারপরও ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রেই তাদের আধিপত্য। টেস্ট ক্রিকেট খেলার জন্য যে দৃঢ়তা প্রয়োজন তা তারা পাকিস্তানকে শিখিয়েছে। তাদের বোলাররা পাকিস্ꩵতানকে শিখিয়েছে শৃঙ্খলা কাকে বলে। তোমরা তো খেলাই জানো না।’

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সিরিজ হারের পর পিচ ও কন্ডিশনের কথা বলেছিলেন। এ বিষয়ে শেহজাদ বলেন, ‘আপনারা পিচ নিয়ে প্রশ্ন তুললেন। অথচ বাংলাদেশি ব্যাটাররা ব্যাট করার সময় মনে হলো ফ্ꦦল্যাট পিচ। বাংলাদেশ দেশ হিসেবে কত কঠিন একটা সময় পার করছে। তারা ক্রিকেটকে অনেক ভালোবাসে। এই জয় তাদের সমর্থকদের জন্য অনেক আনন্দের, অনুপ্রেরণার বিষয়। এই কঠিন সময়ে দেশের মানুষের জন্য যা করা সম্ভব ছিল, বাংলাদেশের ক্রিকেটাররা করেছে।’

সম্প্রতি পিসিবির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন শেহজাদ। প্রতিবাদসরূপ তিনি ঘরোয়া ক্রিকেট প্রযোগিতায়♎ ‘চ্য‘ম্পিয়নস কাপ’♎ আসর বর্জন করেন তিনি।

এবার বোর্ডের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ আনেন শেহজাদ। অনেক ক্রিকেটারকে ছ🔯াঁটাই করার পরামর্শও দেন ত𓄧িনি।

শেহজাদ বলেন, ‘এই হারে যেন কিছ🔜ুই যায় আসে না, ওদের কাছে এটা খুব স্বাভাবিক। যেন কৌতুক চলছে। ভারত ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখে। তোমরা ক্রিকেটে বসে রাজনীতি করো। কষ্ট লাগে এসব দেখে।

বিতর্কিত লোক, ফিটনেস কম, গ্রুপিং করে, অধিনায়ক হতে চায়- ওদের দল থেকে বাদ দাও। এটাই ওদের প্রাপ্𒈔🍷য। তা না হলে পাকিস্তান এভাবেই খেলতে থাকবে। মানুষ এত ক্ষিপ্ত হবে যে, ঘেরাও করে বসবে।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!