• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মার্টিনেজকে বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০২:২৩ পিএম
মার্টিনেজকে বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার

ঢাকা এসে পৌঁছেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজের বাংল❀াদেশে আগমণ উপলক্ষ্যে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন করা না হলেও বাংলাদেশের মানুষদের পাগলামি মার্টিনেজকে করেছে অবিভূত। তাকে যথার্থ সম্মাননা দেয়ার কমতি রাখা হয়নি𒉰 দেশের পক্ষ থেকে।

ঢাকায় নেমেই মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশর🎶াফি বিন মর্তুজা ও♎ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে।

মার্টিনꦑেজকে বাংলাদে൲শের সমর্থকরা বাজপাখি বলে ডাকেন। সেই ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়েছে তাকে। আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, “মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।” বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‍‍‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হ✨য়েছে। নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে, ‘পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’

🌃বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটিি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‍‍‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ প🎶ছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।‍‍’

 

Link copied!