ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বেশ ভালোভাবেই জানে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়। বিশেষ করে ভারতের মতো দল যাদের ভাগ্যে নেই কোনো শিরোপা। রোববার রাতে অনুষ্ঠিত চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের `এ` গ্রুপের এক খেলায় অজি নারীরা ৯ রানের জয় পায় ভারতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ১৫১ রানের জবাবে ভারত ৯ উইকেটে ১৪২ রান করে। বিজয়ী দলের বোলার সোফি মলিনেক্স ৩🦹২ রানে ২টি মূল্যবান উইকেট লাভ করে ম্যাচসেরা হয়েছেন। অজি দলের গ্রেস হারিস ৪০ রান করেন। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর ৫৪ রান করেন। এ জয়ের ফলে অস্ট্রেলিয়া ৪ ম্যাচের সবগুলোই জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। আর ৪ ম্যাচে ২টি করে জয় ও পরাজয়ে ৪ পয়েন্ট পেয়ে বিদায়ের দ্বারপ্রান্তে এখন ভারত। অনিশ্চয়তায় ডুবে থাকা ভারতকে এখন পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ, নিউজিল্যান্ডেরও ৪ পয়েন্ট। কিউইদের এখনো একটি ম্যাচ অবশিষ্ট। সেটা তুলনামূলকভাবে দুর্বল পাকিস্তানের বিপক্ষে। ঐ ম্যাচ জিতলে নিউজিল্যান্ড গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠবে। তবে কোনো কারণে পাকিস্তান ম্﷽যাচটিতে জিতলে নিজেরা সেমিফাইনালে না উঠলেও পরম উপকার করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। গ্রুপ রানার্সআপ হয়ে তখন সেমিফাইনালে চলে যাবে ভারত।