নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সেবার শিরোপা লাভ করে ইংল্যান্ড। এরপর আরও সাতবার বিশ্বকাপ হলেও ইংল্যান্ড আর শিরোপা জেতেনি। অস্ট্রেলিয়া ছয় বার এবং ওয়েস্ট ইন্ডিজ একবার ট্রফি জেতে। এ⭕বার ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে তারা।
রোববার শারজাহ স্টেডিয়াম✅ে ‘বি’ গ্রুপের এক ম্যাচে ইংল্যান্ড পুরো ১০ উইকেটে হারিয়ে দেয় স্কটল্যান্ডকে। ম্যাচে টসজয়ী স্কটল্যান্ডের ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রানের জবাবে ইংল্যান্ড ১০ ওভারে বিনা উইক♍েটে ১১৩ রান করেছে।
স্কটল্যান্ডের ইনিংসে অধিনায়ক ক্যাথরিন ব্রিﷺচ ৩৩, সারাহ ব্রিচ ২৭ ও সাসকিয়া হরলি ১৩ রান করেন।
ইংল্যান্ডের সোফি একলেস্টন ২টি উইকেট লাভ করেন। লরেন বেল, নাট স্কাইভার ব্রান্ট, চার্লি ডিন ও ডানিয়েল গিব♈সন ১টি করে উইকেট পান।
ইংল্যোন্ডের মাইয়꧃া বুচার ৬২ এবং ডেনি ওয়েট হজ ৫১ রানে অপরাজিত🙈 থাকেন। বুচার ম্যাচসেরা হন।
মঙ্গꦫলবা🐷র ইংল্যান্ডের শেষ গ্রুপ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। গ্রুপ থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই সেমিতে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষীন সম্ভাবনা রয়েছে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড।