বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আন্তর্জাতিক ট💯ি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো পজিশনে থাকার জন্য নিয়মিত এই আসরের আয়োজন হওয়া দরকার। কিন্তু রহস্যজনক কারণে এই আসরটি নিয়মিত ও নির্দিষ্🐠ট সময়ে অনুষ্ঠিত হয়না।
২০১২ ও ২০১৩ সালে পর পꩲর হওয়ার পর এক বছর বাদে ফের হয়েছে ২০১৫ সালে। ২০১৬ ও ২০১৭ সালের পর এক বছর বিরতি দিয়ে হয়েছে ২০১৯ সালে। করোনা মহামারীর কারণে ২০২১ সালে হয়নি। এখন অবশ্য টানা কয়েক বছর হচ্ছে বিপিএল।
বিপিএলের এগারোতম আসর (২০২৫) বসবে শুরু হবে ২৭ ডꦍিসেম্বর। ১ জানুয়ারি শুর🥀ু হওয়ার কথা থাকলেও তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। সে অনুযায়ী চলছে দল গোছানোর কাজ। এরইমধ্যে ধরে রাখা ও সরাসরি দলে নেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিবির কাছে জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সোমবার হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে রোꦗববার সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। গত আসরে খেলা চট্টগ্রাম চ্যালেঞ🐻্জার্সের জায়গায় এবার এই ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে।
নাম পরিবর্তন হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিরও। ঢাকা ক্যাপিটালস নামের এই ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজু𒉰র রহমানকে। আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীতে খেলবেন এনাম🉐ুল হক বিজয় ও নতুন মুখ জিসান আলম।
ফরচুন বরিশাল থাকছে আগের নামেই। এই দল ধরে রেখেছে দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। এছাড়া তাওহিদ হৃদয়কে সরাসরি চুক্তিতে অন্তরไ্ভুক্ত করেছে। বরিশাল ছেড়ে দিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদকে।
সিলেট স্ট꧟্রাইকার্স এবার আর মাশরাফি বিন মর্তুজাকে ধরে রাখেনি। তবে রেখেছে জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে। যদিও ড্রাফট থেকে তারা মাশরাফিকে দলে নেবে বলে জানা গেছে। এছাড়া কিপার-ব্যাটার জাকের আলি অনিককেﷺ সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট।
নুরুল হাসান সোহান ও শেখ মেহᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেদী হাসাꦦনকে ধরে রেখে মোহাম্মদ সাইফুদ্দিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রংপুর রাইডার্স।