যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংল♏াদেশ। এ ব্যাপারে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
ওয়াশিꦅংটনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের 🍷দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যে বৈঠক হয়েছে। যেখানে দুর্নীতি দমন, অর্থপাচার রোধ এবং পাচার হওয়া সম্পদ ফেরানো বিষয়ে আলোচনা করা হয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় রোববার (১৩ অক্টোবর) বলা হয়ে♕ছে, ওয়াশিংটনে জসিম উদ্দিন এবং শেলবি স্মিথ-উইলসনের মধ্যে আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তি𒁏গত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তির বিষয় উঠে আসে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর আলোচনাও হয়।
ঢাকা-ওয়াশিংটনের বৈঠকে স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে ব🎃িশেষ মনোযোগ দেওয়া হয়। পররাষ্ট্র সচিব তার ওয়াশিংটন সফরের আগে নিউইয়র্ক সফর করেন।&nbꦜsp;