অস্থিতিশীল পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেএবার ঢাকা থেকে সরানো 𒅌হ൩লো আরেক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট।
আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় ৪০ দেশের অংশগ্রহণে ক𒁏মনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। বাংলাদেশের সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে সেই চ্যাম্পিয়নশিপের ভেন্যু 📖বদলেছে। বাংলাদেশের ঢাকার বদলে সেই টুর্নামেন্ট এখন হবে দক্ষিণ আফ্রিকার ডারবানে।
ভেন্য💫ু বদলে যাওয়ায় প্রতিযোগিতার সময়ও বদলেছে। ডারবানে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঠিক হয়েছে। ভেন্যু বদলে যাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণও অনিশ্চিত। এমনটাই বললেন ফেডারেশন💯ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী।
তিনি বলেন, ‘আসলে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জুলাইয়ের শেষের দিকে ভেন্যু পরিবর্তন হয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়।🍃 দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশগ্রহণে অনেক অর্থের প্রয়োজন। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক স⭕হায়তা করতেন তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিনই।’
কমনওয়েলথ🧔 কারাতে আয়োজনের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। মিরপুরের শহীদ ইনডোর স্টেডিয়ামের ম্যাট, পদকের নমুনা সহ আরো অনেক বিষয় বাংলাদেশ কারাতে ফেডারেশন কিছু খরচও করেছে। ভেন্যু বাতিল হওয়ায় খানিকটা ক্ষতিও হচ্ছ☂ে বললেন ফেডারেশনের কোষাধ্যক্ষ আজাদ, ‘আমরা কয়েক লাখ টাকা ব্যয় করেছিলাম চ্যাম্পিয়নশীপ প্রস্তুতি হিসেবে। ভেন্যু বাতিল হওয়ায় সেটা পুরোপুরি পূরণ বা সদ্বব্যবহার সম্ভব নয়।’
২০১🐻৯ কাঠমান্ডু এসএ গেমসে কারাতে তিনটি স্বর্ণ জিতেছিল। পাচ বছর পর ফেডারেশন নিজস্ব উদ্যোগেই একটি বড় আসরের স্বাগতিক হওয়ার উদ্যোগ গ্রহ🥃ণ করেছিল। এই আসর হলে বাংলাদেশের কারাতেকারা পদক অর্জনের পাশাপাশি কারাতে ফেডারেশনেরও আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারত।
এর আগে বাংলাদেশ থেকে নারীদের টি-টোয়ꦚেন্টি বিশ্বকাপ আসর সরিয়ে নেয়া হয় সংযুক্ত আর෴ব আমিরাতে।