কয়েক দিন আগে ঘটে যাওয়া সে ঘটনা নিয়ে যেন বিতর্ক থামছেই না। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পি𒉰টিভির এক অনুষ্ঠানে হঠাৎ করেই শোয়েব আখতা💛রকে বেরিয়ে যেতে বলেন সে অনুষ্ঠানের সঞ্চালক নোমান নিয়াজ। এরপর দুই পক্ষ থেকেই অনেক বিষয় নিয়ে কথা বলা হলেও, এমন ঘটনায় সে অনুষ্ঠান থেকে শোয়েব আখতারকে সরিয়ে দিয়েছে পিটিভি।
সরিয়ে দেওয়ার ঘটনা একেবারেই নিতে পারেননি শোয়েব। ফলে বেজায় চটেছেন রাওয়ালপ𒁏িন্ডি এক্সপ্রেস। এমনকি পিটিভির প্রতি রাগ দেখিয়ে টুইটও করেছেন তিনি।
টুইট করে শোয়েব আখতার লেখেন, ‘এটা হাস্যকর। ২২ কোটি পাকিস্তানি এবং শত কোটিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ বিশ্ববাসীর কাছ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। পিটিভি কি পাগল হয়ে গিয়েছে? ওরা কারা আমাকে সরিয়ে দেওয়ার কে?&rsq💜uo;
শুধু সে অনুষ্ঠান থেকে শোয়েবকে বাদ দেয়নি পিটিভি। অনুষ্ঠানের সঞ্চা😼লক নোমান নিয়াজকেও সরিয়ে দিয়েছে তারা।
কিউইদের বিপক্ষে ম্যাচ জয়ের পর সেদিন খেলা নিয়ে বিশ্লেষণে বসেছিলেন সাবেক কয়েকজন ক্রীড়াবিদ। পিটিবি স্পোর্টসের সে আয়োজনে অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের লিজেন্ড খেলোয়াড় শোয়েব আখতার, কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস, সাবেক ইংলিশ ব্যা🌳টসম্যান ডেভিড গাওয়ার, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ, সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ প্রমুখ।