আবার চোটের খবর বাংলাদেশ শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এবার চোটে পড়েছেন নুরুল হাসান সোহান। চোট নিয়েই তিনি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। তব𒁏ꩵে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর তাকে নামানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ডের বিপক্ষের আগের ম্যাচে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন সোহান। তাসকিনের একটি বল আঘাত করღে তার তল পেটে। শুরুতে এ চোটকে হালকাভাবে নিয়ে অন𓆏ুশীলন চালিয়ে যান সোহান।
এই ব্যথা নিয়েও খেলেন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন সোহান। কিন্ﷺতু বৃহস্পতিবার রাতে ব্যথা বেড়ে যায় তার। স্ক্যান রিপোর্টও ভালো আসেনি। ফলে আজ মাঠে নামছেন না সোহান।
দলীয় সূত্রে খবর, সোহানকে তিন দ💯িনের বিশ🌱্রামে দেওয়া হয়েছে। আজকের ম্যাচে লিটন দাস বা মুশফিকুর রহিমকে দেখা যেতে পারে উইকেটের পেছনে।