• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গেইলের ব্যাট ভাঙলেন ওডিয়ান স্মিথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৬:১২ পিএম
গেইলের ব্যাট ভাঙলেন ওডিয়ান স্মিথ

ইউনিভার্স বসের বল উড়িয়ে মাঠের বাইরে ফেলার কথা সবারই জানা। তিনি ব্যাট করতে আসলেই বোলাররা সবসময় থাকেন ভয়ে। কিন্তু এবার নিজেই ভয় পেয়ে গেলেন ক্রিস গেইল। এক বোলারে🐭র বলে ভেঙে দুই টুকরো হল তার ব্যাট। ম্যাচের মাঝপথেই ব্যাট পাল্টাতে বাধ্য হলেন তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। প্যাট্রিয়টসের হয়েই খেলছিলেন গেইল। গায়ানা ওয়ারিয়র্সের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন ♌ওডিয়ান স্মিথ। দ্বিতীয় বলেই তিনি ভেঙে দেন গেইলের ব্যাট। ভাঙা ব্যাটের হাতল রয়ে যায় গেইলের হাতে। বাকি অংশ ছিটকে পড়ে কিছুটা দূরে।

গেইলও এ ঘটনায় হতবাক হয়ে যান। বিস্ম♚য়ে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপরেই ওপেনিং সতীর্থ এভিন লিউইসের সঙ্গে হাসতে থাকেন। রিজার্ভ বেঞ্চের দিকে হাত নাড়িয়ে নির্দেশ দেন নতুন ব্যাট নিয়ে আসার। 

সে সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সাইমন ডুল।🌄 তিনি জানিয়েছেন, ঘণ্টায় প্রায় ১৫৫ কিমি গতিবেগে বলটি🔜 করেছিলেন স্মিথ।

অবশ্য🔯 গায়ানা ম্যাচটি জিততে পারেনি। ২৭ বলে গেইলের ৪২ এবং লিউইসের ৩৯ বলে অপরাজিত ৭৭* রানে ভর 🧜করে গায়ানাকে সাত উইকেটে হারিয়ে দেয় প্যাট্রিয়ট।

Link copied!